Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৫ ০৯:১৫ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১১:৪০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

সাময়িক সময়ের জন্য ইউক্রেনে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি। সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন দেশটির (ইউক্রেনের) নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য, স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ হবে না।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র।

সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

এদিকে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আমাদের সহায়তা বন্ধ করেছি এবং বিষয়টি পর্যালোচনা করছি যেন এটা নিশ্চিত করা যায় যে, এটি সমস্যার সমাধানে অবদান রাখছে।’

যদিও ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান স্থগিত করা নিয়ে সরাসরি কোনো আলোচনা করেননি ট্রাম্প। তবে সাংবাদিকদের ট্রাম্প জানান, ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তিন বছর আগে দেশটিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং কয়েক শ কোটি ডলারের সহযোগিতা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামরিক সহযোগিতা স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর