কর্ণফুলীতে ভেসে আসা যুবকের লাশ উদ্ধার
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৩:০৯
৪ মার্চ ২০২৫ ১৩:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভেসে আসা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৩ মার্চ) রাতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার হয়েছে।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তার পরনে কালো রঙের ফুল গেঞ্জি ছিল।
‘মৃতদেহটি প্রায় গলিত অবস্থায় পেয়েছি। পচে গিয়ে সারা শরীর ফুলে গেছে। মুখমণ্ডলও অনেকটা বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’
ওসি জানান, মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আরডি