রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
৪ মার্চ ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:৫৫
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তারায় সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন হাসান (২৫) নামে আরও এক শ্রমিক।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট ১ নম্বর গলির মাথায় নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তারায় সরদারকে বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাদের সহকর্মী মো. সজল হাওলাদার জানান, তারা ব্যাটারিঘাট ১ নম্বর গলির মাথায় একটি নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করেন। ভবনটির পাচ তলার ছাদে রশি দিয়ে বেধে রড ওঠাচ্ছিলেন তারা। এ সময় ভবনের পাশের বিদ্যুতের তারের সাথে রডের সংস্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে দুজন ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হন। পরে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তারায় সরদারকে মৃত ঘোষণা করেন। হাসান জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, তাদের দুজনের বাড়ি মাদারিপুরের কালকিনি উপজেলায়। তারায় সরদারের বাবার নাম সোনা মিয়া সরদার। কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে আহত অবস্থায় সহকর্মীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। আরেকজন জরুরী বিভগে চিকিৎসাধীন আছেন। সহকর্মীরা জানান, ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছিলেন তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনজে