Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াই কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১০:৫৫

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। ফাইনালে ভারতের সঙ্গী কে হবে, সেটা জানা যাবে আজই। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের এই ম্যাচের আগে দেখে দেওয়া যাক মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে।

৫০ ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৭৩ বার। এই লড়াইয়ে কিউইদের চেয়ে যোজন যোজন এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৭৩ লড়াইয়ে প্রোটিয়ারা জিতেছে ৪২ বার। নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৬ ম্যাচে। ৫ ম্যাচে আসেনি কোনো ফলাফল।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে নিউজিল্যান্ড জিতেছে ১২ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা তাদের মাঠে জিতেছে ১৭ ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে কিউইরা জয় পেয়েছেন ৫ ম্যাচে। দক্ষিণ আফ্রিকা অ্যাওয়ে ম্যাচে জিতেছে ১২ বার।

নিরপেক্ষ ভেন্যুতে দুই দল মুখোমুখি হয়েছে ২২ ম্যাচে। এর মাঝে ১৩ বার জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড।

সাম্প্রতিক লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে নিউজিল্যান্ড। শেষ ৩ দেখায় দুইবারই জিতেছে নিউজিল্যান্ড। সবশেষ দুই দলের দেখা হয়েছিল গত মাসেই হয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে। ১০ ফেব্রুয়ারির সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর