ঈশ্বরদীতে বসতঘরে অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু, পুড়ে মরল ১২ ছাগল
৫ মার্চ ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৭:২০
পাবনা: পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে মারা গেছে ১২টি ছাগল।
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আসনা এলাকার আব্দুর রহমান কাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম- আসনা এলাকার জিয়ারুল কাজীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, ওই বাড়ি একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যু হয় গৃহবধূর। এতে মারা গেছে ১২টি ছাগল।
ঈশ্বরদী উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মীর আমিরুল ইসলাম জানান, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।
সারাবাংলা/এসআর
অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু ঈশ্বরদী পাবনা পুড়ে মরল ১২ ছাগল সারাবাংলা