Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২২:১৫ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ০০:১৫

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ

ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন।

বুধবার (৫ মার্চ) রাজধানীর রমনা রেস্টুরেন্টে ‘হৃদয়ে বরিশাল’ ঢাকার আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ রচনা করতে পারবে না। অতএব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, আমাদের জন্য গৌরব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রপ্রেমী মানুষের গৌরব হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তায়ালা উনাকে দ্রুত সুস্থতা দান করুক।’

তিনি বলেন, ‘মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন। তিনি যে গণতন্ত্রের মাতা। গণতন্ত্রের জন্য সবকিছু ত্যাগ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার মত এ রকম নেত্রী শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশেও পাওয়া যাবে না।‘

আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র। দেশি ও বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে বীরের বেশে অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা এবং এ দেশের মানুষ যে রকম বাংলাদেশ চায় সে রকম বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবেন।‘

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজের বর্তমান ও সাবেক ছাত্ররা।

সারাবাংলা/এফএন/এইচআই

আবু নাসের মো. রহমাতুল্লাহ তারেক রহমান বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর