Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:৩১

মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এক নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর অক্সিজেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পোশাক শ্রমিকের নাম সাইদা বেগম (৩৭)। তিনি কেডিএস টেক্সটাইল লিমিটেড নামে এক পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, সকালে ওই নারী তার বাসা থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় এসে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই পোশাককর্মীকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আইসি/এনজে

চট্টগ্রাম ট্রেন ধাক্কা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর