Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৭৭২ জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৯:২৬ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:৫৯

জুলাই গণঅভ্যুত্থান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরও ৭৭২ জন যোদ্ধার তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তাদের ‘সি’ শ্রেণিভুক্ত (সামান্য আহত) করে গত মঙ্গলবার (৪ মার্চ) এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ‘এ’ শ্রেণির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন ও ‘বি’ শ্রেণির (গুরুতর আহত) ৯০৮ জনসহ মোট ১ হাজার ৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। যারা অতি গুরুতর আহত (এ-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা (বি-শ্রেণি) প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা এবং এককালীন তিন লাখ টাকা পাবেন। সামান্য আহত (সি-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তবে তারা কোনো ভাতা পাবেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে পদচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকার শপথ নিয়েই জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও অর্থ সহায়তার বিষয়ে উদ্যোগ নেয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

জুলাই যোদ্ধা টপ নিউজ তালিকা প্রকাশ প্রজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর