Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৬:৩২

ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রাইফেল ও ইলিংওর্থ

আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ভারত-নিউজিল্যান্ড ফাইনালের আগে ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করল আইসিসি। ফাইনালে মাঠের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওর্থ।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এবারের আসরের ফাইনাল হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারতের আপত্তিতে পরিবর্তন আনা হয় সূচিতে। গ্রুপ পর্ব তো বটেই, ভারত যদি সেমি ও ফাইনালে ওঠে, তাহলে তাদের সেই ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে দুবাইতে, এমন শর্তেই খেলতে রাজি হয় রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। সেমির মতো ফাইনালও তাই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রাইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি থাকছেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

ফাইনালের দায়িত্ব পাওয়া দুই আম্পায়ার দায়িত্ব পালন করেছেন সেমিতেও। রাইফেল ছিলেন দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দায়িত্ব পালন করেছেন ইলিংওর্থ।

সারাবাংলা/এফএম

আম্পায়ার চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর