Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৯:১৩ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২১:৩৬

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে তন্নী (৮) ও আনিকা (৮) নামে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তন্নী বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে ও আনিকা হাফিজার রহমানের বোনের মেয়ে।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তুপ করে রাখা বালির উপর খেলছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুরে স্তুপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

দুই বোনের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু সারবাংলা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর