খুলনা: খুলনার বটিয়াঘাটায় মো. হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা-গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্টসংলগ্ন মাছের ঘেরের পাশে হাফিজুলকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় তারা। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।