Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরগঞ্জে ট্রাক চাপায় গরু ব্যবসায়ি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৩৪

প্রতীকী ছবি।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার প্রেমবাজার সংলগ্ন নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি বীরগঞ্জ উপজেলার ৩নম্বর শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানির ছেলে আজাহার আলী (৬০)। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী। আহত দুজন হলেন, নামাবলদিয়া পাড়ার রেজাউল (৩৫) ও প্রসাদপাড়া গ্রামের মোফেল (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় ঝাড়বাড়ী থেকে কাহারোল হাটের উদ্দেশ্যে যাবার পথে বীরগঞ্জ খানসামা আঞ্চলিক মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে আজাহার আলী ঘটনাস্থলেই মারা যান। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ট্রকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমপি

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর