Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৫ ১২:৫১

ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের পুরোটা জুড়েই বেশ বাগড়া দিয়েছে বৃষ্টি। পাকিস্তানের ভেন্যুতে আয়োজিত হওয়া বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ টুর্নামেন্টের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে কী হবে?

ফাইনালের দিনে দুবাইয়ের আবহাওয়া পূর্বাভাস বলছে, আজ সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচ শুরুর পর দুপুরে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর সেটা ২৪ ডিগ্রিতে নেমে আসবে। পরিষ্কার আকাশ ও রৌদ্রোজ্জ্বল এই দিনে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

বিজ্ঞাপন

তবুও যদি আজ দুবাইতে বৃষ্টি হয়, তাহলেও দুশ্চিন্তার কিছু নেই। ফাইনালের জন্য আগামী ১০ মার্চ রাখা হয়েছে রিজার্ভ ডে। আজ খেলা যেখানে থেমে যাবে, কাল সেখান থেকেই শুরু হবে ম্যাচ। ফাইনালের ফলাফল আসতে দুই দলকে কমপক্ষে ২৫ ওভার ব্যাটিং করতে হবে।

যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ভারত-নিউজিল্যান্ড দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেবার যৌথভাবে চ্যাম্পিয়ন করা হয় ভারত ও শ্রীলংকাকে।

দুবাইতে আজ বৃষ্টির বাগড়া না আসুক, এমনটাই নিশ্চয়ই চাইবেন দুই দলের সমর্থকরা।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি দুবাই ফাইনাল বৃষ্টি ভারত-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর