Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:১২

ঢাকা: ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রীম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আগামী ১ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিল ভ্রমনের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিল ভ্রমনের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিল ভ্রমনের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

সভাশেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ ফিরতি যাত্রার অগ্রীম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোন টিকিট রিফান্ড করা যাবে না।

সারাবাংলা/জেআর/আরএস

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর