Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উলিপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:৪১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৮:৪৫

নিহত সৌরভ আলী (১৯) ও পাবন মিয়া (১৮)

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে পাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ ও পাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে উলিপুরের বাড়ি ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় এসে পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর এসে তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান ও গুরুতর আহত অবস্থায় পাবন মিয়াকে সেখান থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিলুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকদের নিকট তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর