Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাড়িচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৬:০৪ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সজল হোসেন পলাশকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুড় ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনে একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সাথে গুলশান বারিধারা ডিপ্লোমেটির জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদরাসায় পড়ে। তার মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকত সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সেই পরিচয় সূত্রে এখনও মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করত সজল।

এসআই আরও বলেন, রোববার (৯ মার্চ) সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসেন এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় গিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল ওসিসিতে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

গাড়িচালক গ্রেফতার ধর্ষণ মাদরাসাছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর