কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভগ্নিপতি গ্রেফতার
১১ মার্চ ২০২৫ ০৮:৪৮ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই যুবক ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ সারাবাংলাকে জানান, রোববার (৯ মার্চ) সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি শরীফ বলেন, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।’
গ্রেফতার ফারুককে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/এসডব্লিউ