Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৩:৩৩

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল শামী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে। এছাড়াও সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা সবাই। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারে থাকা আরও চার জন গুরুতর আহত না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এটি একটি সাধারণ সড়ক দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষেই নিহতের পরিবারের অনুরোধে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সিংড়ায় আ.লীগ নেতা গ্রেফতার
১২ মার্চ ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর