Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ রক্ষায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে: শামসুজ্জামান দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২১:৩৫ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২৩:২৪

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঢাকা: বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে- বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নানা ছুতোয় আটকে দেওয়ায় দেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায়, তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এতে যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে দিচ্ছে না। নানা ছুতোয় যে পরিস্থিতি তৈরি করছে, এতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলেই সকল বালা-মুসিবত থেকে দেশ রক্ষা পেতে পারে। তা না হলে দেশ বিপদের মধ্যে থাকবে।

সারাবাংলা/এফএন/আরএস

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর