Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৩:৪১ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৭

গত ৮ মার্চ আইসিইউ অ্যাম্বুলেন্স করে শিশুটিকে সিএমএইচ এ নেওয়া হয়। ফাইল ছবি

ঢাকা: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসাসংক্রান্ত নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।

গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ/ইআ

ধর্ষণের শিকার শিশুর মৃত্যু সিএমএইচ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর