চলন্ত সিএনজিতে শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ২
১৪ মার্চ ২০২৫ ১৫:৫৯
নোয়াখালী: নোয়াখালীতে চলন্ত সিএনজিতে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
র্যাব জানায়, গত বুধবার (১২ মার্চ) নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে রাত ৮টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজিতে উঠেন ওই শিক্ষার্থী। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা পাঁচ জন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে বাকি চার জন ভুক্তভোগীর উপর আক্রমণ করেন। কিছুক্ষণ পর আরও একজন সিএনজিতে উঠলে সবাই মিলে ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে শ্লীলতাহানি করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এ সময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়।
তারা জোর করে শিক্ষার্থীর মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড নেন। এরপর সিএনজিটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০ মিনিট বিভিন্ন স্থানে একাধিকবার ইউটার্ন করে ঘুরাতে থাকে। পরে ভুক্তভোগীকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেয় ওই সিএনজি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যায়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসডব্লিউ
ছিনতাই শিক্ষার্থীকে শ্লীলতাহানি সিএনজিতে শ্লীলতাহানির চেষ্টা