পাবনায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৭:৪২
১৪ মার্চ ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৭:৪২
পাবনা: পাবনার সাঁথিয়ায় ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের বাবা ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সাঁথিয়ায় উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর জমির উদ্দিনের ছেলে আজিজুল ও তার (আজিজুল) ছেলে আবু হুরাইয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাথপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর নামকস্থানে ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজির সংঘর্ষে বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সারাবাংলা/এইচআই