Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৫ ০৯:৪৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৪:০৩

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

অর্থনীতিবিদ ও রাজনৈতিক নবাগত মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৪ মার্চ) দেশটির রাজধানী অটোয়ায় শপথ গ্রহণ করেন তিনি।

নয় বছর পর কানাডায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ৫৯ বছর বয়সী কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। গত সপ্তাহে লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে বিপুল জয়ের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কার্নি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার ধারণাকে পাগলামি বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমরা খুবই স্বতন্ত্র একটি দেশ। আমরা কখনোই কোনোভাবে যুক্তরাষ্ট্রের অংশ হব না।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আদেশেই কার্নি ভোক্তাদের জন্য কার্বন কর বাতিল করেছেন। ট্রুডোর আমলে চালু হওয়া এই পরিবেশগত নীতি সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রিয়তা হারিয়েছিল। তবে কার্নি জানিয়েছেন, শিল্প খাতে বড় দূষণকারীদের জন্য আরোপিত কার্বন কর বহাল থাকবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কার্নি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে যাবেন এবং কানাডার কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে আলোচনা করবেন।

কানাডার রাজনীতিতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ একটি বড় ইস্যু হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদরা বলছেন, কানাডার অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ওপর নির্ভরশীল। যদি ট্রাম্প তার শুল্ক পুরোপুরি কার্যকর করেন, তাহলে কানাডা অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে।

কার্নির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কনজারভেটিভ নেতা পিয়ের পয়েলিয়েভ। নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টি জনমত জরিপে লিবারেলদের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে ছিল। পয়েলিয়েভ বলেছেন, লিবারেল সরকার গত নয় বছরে জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে ব্যর্থ হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তিনি প্রধানমন্ত্রী হন, তাহলে ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং পাল্টা শুল্ক আরোপ করবেন।

এদিকে, এনডিপি নেতা জগমীত সিং অভিযোগ করেছেন, কার্নির মন্ত্রিসভায় প্রগতিশীল লিবারেলদের জন্য কোনো জায়গা নেই। তিনি বলেন, কার্নি এমন একজন ব্যক্তি যিনি ধনীদের আরও ধনী করেছেন, কিন্তু সাধারণ শ্রমিকদের জন্য তেমন কিছু করেননি।

উল্লেখ্য, আগামী ফেডারেল নির্বাচনে লিবারেলদের মুখোমুখি হবে কনজারভেটিভ পার্টি, যারা সংসদে ১২০টি আসন নিয়ে প্রধান বিরোধী দল। এছাড়া ব্লক কিউবেকোয়া ও এনডিপি যথাক্রমে ৩৩ ও ২৪টি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

সারাবাংলা/এনজে

কানাডা প্রধানমন্ত্রী শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর