নীলফামারী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৫ ০০:০১
নীলফামারী: নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহম্মাদ সিখুনের সভাপতিত্বে ও দফতর সম্পাদক রাশেদুল ইসলাম আপেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন, বিএনপির নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. খাইরুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী লুলু, নীলফামারী জর্জ কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জর্জকোর্টে জিপি এড. আবু মোহম্মাদ সোয়েম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মাহমুদ রাফিন ও শাহজাহান আলী মনন, সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ আরফিনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক নাঈম শাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা। ইফতার মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী।
সারাবাংলা/পিটিএম