Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১৪:০৩

কার্লো আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের মাত্র দুইদিন পরেই লা লিগায় মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, দুই ম্যাচের মাঝে ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে পরবর্তীতে ম্যাচ বয়কট করবেন তারা।

গত ১২ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ১২০ মিনিটের লড়াইয়ের পর খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকার শেষ হতে হতে প্রায় মধ্যরাত। এরপর ৪৮ ঘণ্টার না পেরোতেই ১৫ মার্চ শনিবার সন্ধ্যা ৬.৩০ টায় ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামে রিয়াল।

বিজ্ঞাপন

এত অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ খেলা কিছুতেই মানতে পারছেন না আনচেলত্তি, ‘আমার মনে হয় এই শেষবার আমরা ৭২ ঘণ্টা বিশ্রাম না নিয়ে খেলতে নামছি। আমরা এটা আর করব না। আমাদের কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম প্রয়োজন। এটা লা লিগা কর্তৃপক্ষকে অবশ্যই ভাবতে হবে। তবে এটাই শেষবার, আমরা পরেরবার মাঠে নামব না।’

লা লিগার এমন সূচি নিয়ে আগেও বেশ কয়েকবার প্রতিবার জানিয়েছে ক্লাবগুলো। ফিফাও ফুটবলার কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রামের পক্ষে। তবে টিভি সত্ত্ব, টাকা ও দর্শকের দোহাই দিয়ে এত স্বল্প সময়ের মাঝে দলগুলোতে দুই থেকে তিনবার মাঠে নামতে বাধ্য করে লা লিগা।

শেষ পর্যন্ত আনচেলত্তির হুমকিতে লা লিগা তাদের নীতি থেকে সরে আসবে কিনা, সেটা সময়ই বলে দেবে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর