Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫ ১৪:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি ছিল। প্রতিনিধিদের মধ্যে ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন। তবে অন্য অংশের শিক্ষার্থীরা ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নামের পক্ষে ছিলেন। তারা যুক্তি দেন যে, ঢাকা কলেজের পুরোনো নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, তাই একই ধরনের নাম হলে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ইউজিসি শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিতে বলে। পরে শিক্ষার্থীদের আলোচনা শেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়।

গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে আলোচনা করার ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর