বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউথের খালপাড় নামক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মজিবর মোল্লা উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী বেপরোয়া গতির লাবিবা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ভ্যান গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মজিবর মোল্লা নিহত হন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।