নরসিংদীতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
১৬ মার্চ ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:১৬
নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
রোববার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নান। এর আগে শনিবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাঙ্গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— শিবপুর উপজেলার আশরাফপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধানের ছেলে মামুন প্রধান (৩৬) ও একই এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান (২৫)। এই ঘটনায় সেলিম ও আব্দুল্লাহ নামে আরও দুইজন পলাতক রয়েছেন।
এসপি জানান, অস্ত্র বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সারাবাংলা/এসআর
অস্ত্র-গুলি উদ্ধার দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী সারাবাংলা