Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআইইউসি’র অর্থ আত্মসাৎ: নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২১:০২

সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী – (ফাইল ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুমতি দিয়েছেন আদালত।

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম এ আদেশ দেন বলে দুদকের পাবলিক প্রসিকিউটর কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানিয়েছেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ হারান।

এরপর নদভী ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টের অধিভুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘আইআইইউসি টাওয়ার’ সম্মানীর নামে দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুদক সেই অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। গত জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে নদভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এরপর গত ১২ মার্চ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ কারাবন্দী নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। রোববার শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

দীর্ঘসময় জামায়াতে ইসলামীর ঘরানার সঙ্গে যুক্ত থাকা ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালে আওয়ামী লীগে যোগ দেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পান, তবে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর রাতে নদভীকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা ইউনিট (ডিবি)। এরপর থেকে তাকে ঢাকা-চট্টগ্রামের একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সারাবাংলা/আরডি/আরএস

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দুদক সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী