Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি কমিশনারের ‘ধর্ষণ’ শব্দ এড়ানোর মন্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০০:৪৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০১:৩৫

প্রধান উপদেষ্টার কার্যালয়

ঢাকা: ‘ধর্ষণ শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়া’র বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার (১৬ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ‘ধর্ষণ মানে ধর্ষণ, তা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিএমপি কমিশনার ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর