Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ০৯:২৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৯:৩০

জয়সূচক গোলের পর ইয়ামালের উচ্ছ্বাস

লা লিগার শিরোপা লড়াইয়ে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই লড়াইয়ে দুই গোলে পিছিয়ে পড়ে শীর্ষে ফেরার স্বপ্নে ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো  মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখ কাতালানরা। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলের দুর্দান্ত এক জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবার লা লিগার শীর্ষে ফিরেছে বার্সা।

অ্যাটলেটিকোর মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে খেলা। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি স্বাগতিকরা। বার্সা কিপার সেজনি দুর্দান্ত কিছু সেভ করে দলকে গোল হজম করতে দেননি। ম্যাচের ডেডলক ভাঙে হাফ টাইমের ঠিক আগে। ৪৫ মিনিটে সিমিওনে জুনিয়রের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় অ্যাটলেটিকো।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের প্রথম ভাগেও ছিল অ্যাটলেটিকোর দাপট। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার সোরলথ। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে সেজনিকে বোকা বানান তিনি। ২-০ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল অ্যাটলেটিকো।

তবে এরপরই শুরু বার্সা রূপকথার। ৭২ মিনিটে মার্টিনেজের অ্যাসিস্টে এক গোল শোধ করেন রবার্ট লেভানডস্কি। ৭৮ মিনিটে রাফিনহার বাড়ানো বলে হেডে গোল করে ম্যাচে সমতা আনেন ফেরান তোরেস। ৮২ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করে অ্যাটলেটিকোকে লিড এনে দিতে পারেননি সোরলথ।

ম্যাচের ৯২ মিনিটে পেদ্রির পাসে বল পেয়ে দারুণ এক শটে অ্যাটলেটিকো কিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান লামিন ইয়ামাল। ৯৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সার দারুণ এক জয় নিশ্চিত করেন তোরেস।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল তারা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল অ্যাটলেটিকো। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর