Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলার ২৩৮ কারাবন্দিকে এল সালভাদরে পাঠালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ১০:২৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৩:০৩

ভেনেজুয়েলার কারাবন্দিদের এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে প্রত্যর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভেনেজুয়েলার এই অপরাধ চক্রের সদস্যদের বন্দি করে রাখা হবে। এদিকে, এক বিচারক তাদের প্রত্যর্পণ না করতে নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই সিদ্ধান্ত সমালোচনা তৈরি করেছে ভেনেজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোতে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলান এই অপরাধীদের এল সালভাদরে পৌঁছার খবর নিশ্চিত করেছেন।

এদিকে, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ত্রেন দে আরাগুয়া গ্যাংয়ের ২৩৮ জন সদস্য তার দেশে পৌঁছেছে। তাদের সঙ্গে রোববার সকালে আরও পৌঁছেছেন মেক্সিকান গ্যাং এমএস-১৩ এর ২৩ সদস্য। এসব ব্যক্তিকে এল সালভাদরের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হবে।

বিজ্ঞাপন

নায়েব বুকেলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে এক বছরের জন্য সন্ত্রাসবাদ বন্দিশিবিরে (সেকট) পাঠানো হয়েছে। প্রয়োজনে তাদের আটকাদেশ বাড়ানো হতে পারে।

এল সালভাদরের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এই বন্দিদের জন্য খুবই কম অর্থ দেবে, তবে আমাদের জন্য অনেক বেশি অর্থ দেবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেন ডি আরাগুয়ার সদস্যদের দ্রুত প্রত্যর্পণের জন্য গত শুক্রবার (১৪ মার্চ) কয়েক শতকের পুরোনো ভিনদেশি শত্রু আইন বা এলিয়েন এনেমিস অ্যাক্ট ব্যবহারের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুদ্ধকালীন আইন হিসেবে পরিচিত।

পরের দিন শনিবার ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ ১৭৯৮ সালের ওই ভিনদেশি শত্রু আইনের ব্যবহার ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেন। তার যুক্তি ছিল, এই আইনে অন্য দেশের দ্বারা সংঘটিত এমন ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডকে’ বোঝানো হয়েছে, যা ‘যুদ্ধের সমতুল্য’।

বিচারক ওই স্থগিতাদেশ দেওয়ার সময়ই ভেনেজুয়েলান গ্যাং সদস্যদের নিয়ে বিমান উড্ডয়নের খবর শুনতে পেয়ে বিমানটিকে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছিলেন বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই বিমান এল সালভাদরে গেল।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর