Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির হোলি উৎসব উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১০:৩০

রঙ খেলায় মেতে উঠেছেন ছোট-বড় সকলে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় হোলি উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির আয়োজনে এই হোলি উৎসবের আয়োজন করা হয়।

‘নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি’র কর্ণধার রাজেশ ও মৌসুমী শাহা দীর্ঘদিন ধরে এ উৎসবটি পালন করে আসছেন। জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবাই এ উৎসবে শামিল হয়।

এবার রমজান মাসে এ উৎসব হওয়াতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি একাধারে ইফতার ও হোলি ইভেন্ট চমৎকারভাবে মিশেল করে এক অনবদ্য বাঙালী সংস্কৃতির নতুন ধারা সূচনা করেছে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল ব‍্যাপক আয়োজন। দুপুরে নৃত্যাঞ্জলির গোপীনিরা ধর্মীয় পর্ব সম্পন্ন করেন। বিকেলে শুরু হয় রং এর মেলা। ছিলো পিচকিরি দিয়ে রঙের খেলা। এরপর গোপিনীরা হোলির গানের সাথে হোলিনৃত‍্য পরিবেশন করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সাংস্কৃতিক পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা রতন কুন্ডু।

অনুষ্ঠানে স্বাগত সংগীত পরিবেশন করেন নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির প্রাণ পুরুষ রাজেশ সাহা। নৃত‍্য পরিবেশন করে ছোট্ট সোনামনি শুদ্ধ স্বরধ্বনি, এরপর নৃত‍্য পরিবেশন করেন নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির কর্ণধার মৌসুমী সাহা ও আরাধ‍্যা দেব। সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, জ‍্যোতি বিশ্বাস, ঝুটন আচার্যি, শংকর দাস, অনুলেখা পন্ডিত সহ অনুষ্ঠানে আগত অন‍্যান‍্য অতিথিরা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন ঐকতান অস্ট্রেলিয়ার কর্ণধার দেবী সাহা।

অপরাহ্নে ঐতিহ্যবাহী ঘোল, কেক ও মিষ্টান্নের সঙ্গে জলযোগের ব‍্যবস্থা ছিল। বিকেলে রোজদারদের জন‍্য ছিল পানীয় ফলাহারসহ হরেক রকম ইফতারির ব্যবস্থা। রাতে অতিথিদের জন‍্য ছিল অষ্টপদী নৈশভোজের ব্যবস্থা।

বিজ্ঞাপন

ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ঐতিহ্যেই হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি উৎসবমুখর দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া-বিবাদ মিটমাট করে ফেলে, এই দিনে তারা এসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয়। তারা পুরনো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে। হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা ও নতুন বন্ধু বানাবার উৎসব। দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেমকাহিনি। কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়, আবার কোথাও ঘন প্রেমের আখ্যান, এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল বা হোলির রঙ।

ভারত ও নেপালের বাইরে, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের দ্বারা এবং সেইসঙ্গে সুরিনাম, গায়ানা, ত্রিনিদাদ এবং টোবাগো, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, মরিশাস, ফিজি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বৃহৎ ভারতীয় উপমহাদেশীয় প্রবাসী জনসংখ্যার দেশগুলিতেও হোলি উৎসব পালন করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে

অস্ট্রেলিয়া হোলি উৎসব