Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ল ৯ দোকান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১০:৪৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১০:৫১

ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯টি দোকান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯টি দোকান। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন গারোবাজার বাসস্ট্যান্ডে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রথমে একটি চা স্টল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পুড়ে যায় ৯টি দোকান।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, উপজেলার গারোবাজারে আগুনে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৪৫ লাখ টাকা।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সূচনা বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো প্রকার হতাহত নেই।

সারাবাংলা/এসডব্লিউ

আগুনে পুড়েছে ৯ দোকান ঘাটাইল টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর