ঢাকা: ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি।