Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী ইউএনও’র ফেসবুক আইডি হ্যাকের দাবি, পোস্ট নিয়ে বিতর্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১১:৫০

সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ফেসবুক পেজ ‘উনো গলাচিপা’ (Uno Galachipa) থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে ইউএনও নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন এবং দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলেছেন।

ইউএনও’র ফেসবুক পেজের পোস্টে লেখা হয়- ‘আমার (মিজানুর রহমান) বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।’

সবশেষে তিনি মন্তব্য করেন, ‘সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হ্যাজ ইটস বারকিং ডে।’

এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মুহূর্তে পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। ফেইসবুকে পোস্ট শেয়ার করে অনেকে লেখেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তার এ ধরনের মন্তব্য কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই ফেসবুক পেজটি ইউএনও নিজেই পরিচালনা করেন। রোববার রাত ৯টা ২০ মিনিটে পোস্টটি প্রথম দেখা যায়, যা এখনো দৃশ্যমান।

ঘটনার পর রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০ টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও মিজানুর রহমান। তিনি দাবি করেন, তার আইডি হ্যাক করা হয়েছে এবং বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার অফিশিয়াল ফেইসবুক আইডি ‘উনো গলাচিপা’ কে বা কারা হ্যাক করে বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি থানায় জিডি করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সারাবাংলা/এনজে

ইউএনও পোস্ট ফেসবুক

বিজ্ঞাপন

বাংলাদেশে পা রাখলেন হামজা
১৭ মার্চ ২০২৫ ১২:১৮

আরো

সম্পর্কিত খবর