Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ডাকাত রফিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১২:২৯

অভিযানে কোস্ট গার্ডের জব্দ করা অস্ত্র-গুলি। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ডাকাত রফিকুল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৭ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় একটি ডাকাতি প্রস্তুতির খবর পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে। পরে কোস্ট গার্ডও ফাঁকা গোলা বর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলামের (৩২) পায়ে গুলি লাগে। অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়। এরপর অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জব্দ করা আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটক ডাকাত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

অভিযান অস্ত্র আটক কোস্ট গার্ড ডাকাত

বিজ্ঞাপন

বাংলাদেশে পা রাখলেন হামজা
১৭ মার্চ ২০২৫ ১২:১৮

আরো

সম্পর্কিত খবর