Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত, প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৭:২৫

ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত সাবেক জিএমপি কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।’

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। সেহেতু পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

এসপি মান্নান ডিআইজি মোল্যা নজরুল প্রজ্ঞাপন জারি বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর