রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ মার্চ ২০২৫ ১৬:১৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৬:২১
রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচত্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুসলিম ব্লক এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃত জাবেদ একই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৭ মার্চ) সকালে পরিবারের অন্যদের সঙ্গে জমিতে কাজ করতে যান জাবেদ আলী। দুপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সে মাটিতে পড়ে যায় এবং শরীর পুঁড়ে যায়। পরে তাকে উদ্ধার করে লংগদু উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তফা মনির জানান, ছেলেটিকে পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।
সারাবাংলা/এনজে