Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৬:২৮

হরিণের মাংসসহ আটক শিকারি মো. বাবু আলম (২৭)। ছবি: সংগৃহীত

বাগেরহাট: সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় মোংলা কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরের অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ কয়রা, কৈখালী ও হাড়বাড়ীয়া স্টেশন উপকূলের মোংলার জয়মনিরঘোল, কয়রা, শ্যামনগর এলাকায় পৃথক তিনটি অভিযান চালান।

এ অভিযানে সুন্দরবন উপকূলের ওই সকল এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, ২টি হরিণের মাথা, ২টি হরিণের চামড়া ও ৮টি হরিণের পা সহ ১ চোরা শিকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক হরিণ শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া ও পা কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়েছে। আর আটককে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো