Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৬:৪৭

যুব মহিলা লীগ নেত্রী মোছা. শাহিদা বেগম

নাটোর: অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীর নাম মোছা. শাহিদা বেগম। তিনি পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এইচআই

নাটোর যুগ লীগ সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর