Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৬:৫৫

বিজিবি’র জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ট্রাক।

সোমবার (১৭ মার্চ) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় যথাক্রমে মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় পাথর-২০০ ঘনফুট, ১টি ট্রাক, যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউরগড় বিওপি কর্তৃক ভারতীয় ফুচকা-৭৪০ কেজি, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। টেকেরঘাট বিওপি কর্তৃক ভারতীয় বাসমতি চাউল-১২’শ কেজি, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, নারায়নতলা বিওপি কর্তৃক ভারতীয় সাবান-২১৫ পিস, যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা। চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৯ কেজি ভারতীয় চিনি, ২৫ কেজি ভারতীয় ফুচকা যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩৬০ টাকা।

বিজ্ঞাপন

আরও রয়েছে, পেকপাড়া বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা, বাংগালভিটা বিওপি কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৭৫০ পিস ভারতীয় ওড়না, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক ১টি ভারতীয় গরু, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ডুলুরা বিওপি কর্তৃক ১০০ কেজি ভারতীয় চিনি, যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা জব্দ করা হয়। এসবের সর্বমোট মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

জব্দ বিজিবি ভারতীয় পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর