Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৭:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:২২

উপহার হাতে তুলে দিচ্ছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। ছবি: সংগৃহীত

ঢাকা: মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার আছিয়ার পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৭ মার্চ) সকালে এ উপহার সামগ্রী পরিবারের হাতে তুলে দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেওয়াজ হালিমা আরলি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান আছিয়ার পরিবারের সঙ্গে আছেন। সব সময় তিনি খোঁজ-খবর রাখছেন। ঈদ উপহার পাঠিয়েছেন। শুধু আছিয়ার পরিবার নয়, সারা বাংলাদেশে যেখানেই কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হবে, সেখাইনে তাদের আইনি সহায়তা দেবে বিএনপির আইনি সহায়তা সেল— সেই ব্যবস্থা করে দিয়েছেন তারেক রহমান। এই সেল থেকে ভিক্টিম নারীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে।’’

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এই নির্মম ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সারাবাংলা/এজেড/এনজে

ঈদ উপহার তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর