মিরপুরে যুবক হত্যার পেছনে মাদককাণ্ড, মামলা দায়ের
১৭ মার্চ ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:২২
ঢাকা: রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যার পেছনে মাদককাণ্ড থাকতে পারে জানিয়েছেন শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। সোমবার (১৭ মার্চ) বিকেলে সারাবাংলাকে তিনি এ তথ্য জানান।
শফিকুল ইসলাম বলেন, ‘যিনি নিহত হয়েছেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বজনরা একাধিক জনকে আসামি করে এরই মধ্যে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম বলা যাচ্ছে না।’
ওসি শফিকুল ইসলাম বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ পোস্টমর্টেম করানো হয়েছে। ঘটনার বিষয়ে জোড় তদন্ত চলছে। যারা প্রকৃত অপরাধী খুব দ্রুতই তাদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।’
এর আগে, রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। মাদকসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরেই ৮ থেকে ১০ জন মিলে রনিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
সারাবাংলা/এমএইচ/পিটিএম