Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ থেকে পরিবারতন্ত্র পুরোপুরি বিলোপ হওয়া উচিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:২২

বাংলাদেশ সিটিজেন পার্টি আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র পুরোপুরি বিলোপ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিটিজেন পার্টির (বিসিপি) চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী। একইসঙ্গে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে তার দল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনাসহ ১৯ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এসময় দলটির চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী ও মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিসিপি’র চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী বলেন, ‘২৪ এর স্বৈরাচার পতনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। আমরা নানাভাবে এই আন্দোলনকে বেগবান করেছি। তবে ছাত্র-আন্দোলনের মধ্য দিয়ে যে দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সেই নামের মধ্যে ভুল রয়েছে। যদি বাংলায় হয় তাহলে জেএনপি হওয়া উচিৎ। নিবন্ধন নেওয়া আগে তাদের নামের সংক্ষিপ্তরুপটি সংশোধন করা উচিৎ।’

তিনি বলেন, ‘দেশ থেকে পরিবারতন্ত্র পুরোপুরি বিলোপ করতে হবে। এক পরিবারতন্ত্র বিলোপ করে অন্য পরিবারের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাইনা। হাওয়া ভবন কিংবা আয়নাঘর কোনটাই অমরা চাইনা। আমরা সংষ্কার চাই, রাষ্ট্র কাঠামোর সংস্কার হোক।’

তিনি আরও বলেন, ‘পুরাতন সংবিধান বাতিল করতে হবে। নতুন সংবিধান রচনা করতে হবে। ৫৩ বছরের পুরাতন সংবিধান বর্তমান বাংলাদেশে পুরোটাই অকার্যকর। তাই গণভোটের মাধ্যমে বিশুদ্ধ সংবিধান প্রণয়ন করতে হবে।’

সংগঠনটির ১৯ দফার কয়েকটি হলো— গণতন্ত্র ও ভোটাধিকার পুনরবদ্ধারে সবার কাছে গ্রহণযোগ্য একটি ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস ও ন্যায়বিচার নিশ্চিত করা। দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ নারী, তাদের অগ্রগতি ও সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে সকল রাষ্ট্রীয় নীতির পুনর্বিন্যাস করা হবে।

বিজ্ঞাপন

দফাগুলোর মধ্যে আরও রয়েছে— দেশে স্বাধীন বিকাশ অনুকূল, মর্যাদাপূর্ণ পরিস্থিতি ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে বিশাল সংখ্যাগুরু জনগোষ্ঠীর শাসনেও কেউ অস্বস্তি বোধ না করেন। শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক সরকার ও গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করা। স্বাধীনভাবে কাজ করতে সক্ষম শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধকে রাজনৈতিক অগ্রাধিকার দেয়া এবং দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বর্জনের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা। বাক, ব্যক্তি, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতার সুরক্ষায় ডিজিট্যাল নিরাপত্তা আইন, অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো সব দমন ও নিপীড়নমূলক গণবিরোধী আইন বাতিল করা। নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এর বাইরেও আরও বেশ কিছু দফা রয়েছে সংগঠনটির।

সারাবাংলা/ইএইচটি/এসআর

পরিবারতন্ত্র বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর