Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা থেকে বাঁচাতে চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৮:০৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:৫৪

১০ লাখ টাকা চাঁদা দাবি করা ব্যবসায়ী অমিত বণিক। ছবি: সংগৃহীত

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দিতে আওয়ামী লীগের এক নেত্রীর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা রংপুরের ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) বিকেলে পুলিশি পাহারায় রংপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয় ব্যবসায়ী অমিত বণিককে। এর পর চাঁদাবাজির বিষয়ে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম আদালত) রংপুরের বিচারক মো. সোয়েবুর রহমান ব্যবসায়ী অমিতের জামিন আবেদন বাতিল করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেইসঙ্গে আগামী ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। এর পর মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার আশ্বাসে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের নামে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির করেন ব্যবসায়ী অমিত বণিক। ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিও থানায় জমা দেন লিপি খান ভরসা। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ হাসান অমিত বণিকের নামে মামলা দায়ের করেন। এর পর অমিত বণিককে থানায় ডেকে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশ গ্রেফতার করে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো