Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানে হামলা
ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:৫৯

জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই অভ্যুত্থান চলাকালীন (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) ঢাবির এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এক সদস্য। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে ওই সিন্ডিকেট সদস্য বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি আজ সিন্ডিকেটে উঠেছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছি। এতে কেউ যদি নিরপরাধ হয়ে থাকে সে যেন আত্মপক্ষ সমর্থন জানাতে পারে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার শিক্ষার্থীদের ওপর হামলা সাময়িক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর