নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ভোলায় মহিলাদলের মানববন্ধন
১৭ মার্চ ২০২৫ ১৯:০৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:২৩
ভোলা: মাগুরার শিশু আছিয়াসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলাদল।
সোমবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে শহরের সদর রোডের কে-জহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মনববন্ধনের আয়োজন করে ভোলা জেলা মহিলাদল। এ সময় মানববন্ধনে নির্যাতিত নারী-শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল ভোলা জেলা ইউনিটের সদস্যরা পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহবায়ক মো. এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, ভোলা বারের সম্পাদক ও নির্যাতিত নারী-শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল ভোলা জেলা ইউনিটের সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, জেলা মহিলা দলের সভানেত্রী সাজেদা চৌধুরী, নিগারুন নাহার রিংকু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। নারী নির্যাতনের সঙ্গে জড়িত নরপিচাশদের কাছে ৭-৮ বছরের শিশুরাও নিরাপদ নয়। তাই সকল নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর শাস্তিসহ দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার দাবি জানান তারা।
সারাবাংলা/এসআর