বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার
১৭ মার্চ ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:৫৪
বেনাপোল: যশোরের শার্শার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) বিদেশে পলায়নকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম। এর আগে রোববার (১৬ মার্চ) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
কবির উদ্দিন তোতা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।
ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/এইচআই
আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক গ্রেফতার বেনাপোল যশোর যশোরের শার্শা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর