সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা
১৭ মার্চ ২০২৫ ১৯:৩৯
সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে রশিদ আহমদ নামের এক কাতার প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনে খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ আহমদ খালোপাড় গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। সোমবার ভোররাত চারটার দিকে রশিদ আহমদ রাজু আহমদদের বাড়িতে গেলে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ান। এসময় রশিদ আহমদকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
সারাবাংলা
কানাইঘাট উপজেলা ছুরিকাঘাতে হত্যা প্রবাসী খুন সংঘর্ষ সারাবাংলা সিলেট